Header Image

গফরগাঁওয়ে বিশাল ব্যবধানে আ’লীগ প্রার্থী সুমনের বিজয়।।

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানের ভোটে জয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সুমন।বিশাল ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারিয়েছেন বিএনপি প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন।

সোমবার প্রথমবারের মতো গফরগাঁও পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।

দিনভর ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনায় ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারিতে পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা গেছে- গফরগাঁও পৌর নির্বাচনের প্রকাশিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ইকবাল হোসেন সুমন পেয়েছেন ১২৩৯৮ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১৯০ ভোট ।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গফরগাঁও পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৯৬ জন। পৌরসভার মোট ভোটারের ৫৬% ভোটার ভোট প্রদান করেছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!