মোঃফাহাদ শেখ,চাঁদপুর সদর প্রতিনিধি।
চাঁদপুর হানাচর মেঘনা নদীতে মাছ দরতে গিয়ে গত ৪ এপ্রিল আকষ্মিক ঝড়ের কবলে পরে নিখোজ হওয়া জেলেদের মাজে ১৩ এপ্রিল জেলা প্রশাসকের পক্ষে হতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহনাজ শানজিদা স্মৃতি ১৩ নং হানরচর ৩ জন ও ১২ নং চান্দ্রা ১ জন জেলে পরিবারকে ১০ হাজার টাকা করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান খাঁন জাহান আলী কালু পাটোওয়ারি ও জেলে প্রশাসক এর সকল সদশ্য ও নিহত জেলে পরিবার বগৃ।
তাছাড়া জেলা প্রশাসকের পক্ষে হতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহনাজ শানজিদা স্মৃতি স্বজনহারানো জেলে পরিবারকে শান্তনা দেন।।