
আনোয়ার হোসেন তরফদারঃ
হ্যালো ভালুকা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এবং উপদেষ্টা মন্ডলীর দিকনির্দেশনা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে গরিব,অসহায়, দুস্থ, অনাথ এবং শারীরিক প্রতিবন্ধী অর্ধশতাধিক (৫০টি) পরিবারের মাঝে সফল ভাবে ঈদ উপহার বিতরণ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
সন্ধান,সাহায্য,সচেতনতায় হ্যালো ভালুকা এ স্লোগান কে সামনে রেখে অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এ সংগঠন টি।
সংগঠনের সভাপতি রাহাতবলেন, আমরা
সব সময় সাধারণ জনগণের পাশে আছি ,থাকবো ইনশাআল্লাহ্ ।