মৃদুল ধর ভাবনঃ
দৈনিক “প্রথম আলো” পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজ বিকালে আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয় রাজধানীর শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল আশুলিয়া প্রেসক্লাবের শহীদ মিনার প্রাঙ্গণে ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোটার মোজাফর হোসেন জয় ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মুস্নী ও সাস্কৃতি সম্পাদক মানিক সহ আশুলিয়া প্রেসক্লাবের সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন ।