ফাতেমা শবনম :
ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আবুল কালাম, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, আশরাফু ইসলাম মন্ডল, ত্রিশাল ডেইরি এসোসিয়েসশনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।