আনোয়ার হোসেন তরফদারঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভালুকার বনভূমি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার শিল্প বর্জ্য দূষণ ও দখলের হাত থেকে খীরু নদীকে পূর্বের রূপে ফিরিয়ে দাও এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় র্যালি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ জুন সকাল ১১ টায়। তারই ধারাবাহিকতায় রবিবার ৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের কাছে স্বারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, এসময় উপস্থিত ছিলেন শায়েরা শাফায়াত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমিন শিপন, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সদস্য সচিব প্রফেসর আফতাব উদ্দিন, সাংবাদিক খলিলুর রহমান, রফিকুল ইসলাম।