![](https://sftv.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফাতেমা শবনম :
ময়মনসিংহের ত্রিশালে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে “উপজেলা টাস্কফোর্স” কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক।
শনিবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রুমা খানম, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, কৃষি অফিসার সোয়েব আহমেদ, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, যুব উন্নয়ন অফিসার আবু জুলহাস হেলাল ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।