সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর মাতা জামেলা খাতুন (৭০) গতকাল শনিবার দুপুর বার টার সময় পৌর সদরে ৩নং ওয়ার্ডে পশ্চিম পাড়ায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ…. রাজিউন)।
দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন পুত্র,এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মরহুমার জানাজা নামাজ বাদ আসর পৌরসভার আমতলী ঈদগাহ মাঠে নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল করিম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ইমরুল কায়েস এলিস,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন জনি , সদস্য সচিব আলামিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল, সদস্য সচিব মারুফ খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোমান মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী আলাল আহাম্মেদ প্রমুখ।##