”বর্ষার জল”
মালা-চিরান
এমনি এই দেশ ছয় ঋতুর বাংলাদেশ আষাঢ়-শ্রাবণ
দুই মাস পর পর ঋতু বদলে যায় মায়া মমতা ভরা রূপসী কন্যা।
অরূপে তোমার রূপ দেখে দেখে হই যেন আমি দিশেহারা দেখিছি তোমার সৃজিতপ্রকৃতি কতই না মনোহর।
এমন শ্যামল শোভায় ভরা বাংলা কোথাও পাবেনা কেউ।
নীল আকাশের মেঘেরা ফেলে অপরূপ ছায়া,বর্ষার জলে পাহাড় সমান সাগরের ঢেউ বুকেতে সাহস আনে।
দূর আকাশে তারাগুলো আলো ছড়ায় মিটিমিটি সাদা বরণ মনটা যেন ফুলে ফুলে ঢাকা।
বর্ষার জল ছবি আঁকতে আমার ভীষণ ভালো লাগে
নদীর দু’কূল মুখরিত মাঝি মাল্লার গানে সারি সারি পাল উড়ানো নৌকা চলে।
মনের গহনে জাগে শুধু অতীতের স্মৃতি এই বর্ষা জলের মাঝে চির বিদায় নিয়েছিল আমার এক দিদি মা,
ব্যথা ভরা হৃদয় তাইতো আজো বর্ষার জল এলেই যেন আষাঢ়-শ্রাবণে সাগরের স্রোত দু’চোখে।