রাকিবুল হাসান ফরহাদ:
ময়মনসিংহ ত্রিশালের ছেলে তরুণ অভিনেতা শামীম সাদেক। যে তার অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করতে চাই। সে অল্প অল্প করে নিজের লক্ষে পৌঁছানোর জন্য কাজ করছেন।
সম্প্রতি সততা টিভি বাংলা ইউটুব চ্যানেলে অাজ রাত ৭:৩০ মিনিটে প্রচারিত হবে শর্টফিল্ম ‘চাকরের প্রেম’ শর্ট ফিল্মটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মামুন শেখ। অভিনয় করেছেন শামীম সাদেক,সাথী ইসলাম, শাকিল, অাপেল।
এ ব্যাপারে তরুণ অভিনেতা শামীম সাদেক বলেন আমি আস্তে আস্তে কাজ করে দর্শকদের মন জয় করতে চায়। আমার ইচ্ছা বাংলাদেশের সকল মানুষ আমাকে অভিনেতা হিসাবে চিনবে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর এখন করোনার খুব প্রভাব তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। ঘরে থাকবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন বাংলাদেশকে ভালো রাখবেন।
খুব শীঘ্রই নাটকের পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনের মডেল হিসাবে তাকে দেখা যাবে।