Header Image

ময়মনসিংহে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষ রোপণ করেন বিভাগীয় কমিশনার।।

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদর উপজেলার দক্ষিণ চরকালিবাড়িতে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ২৫০ প্যাকেট সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ ও জেলা স্কাউটসের পক্ষ থেকে মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূনর্বাসিত ঘরের আঙ্গিনায় ২০০টি ফলদ,বনজ চারা রোপণ করা হয়েছে।

১৬ জুলাই শুক্রবার সকাল ১০.০০ টায় সদর উপজেলার দক্ষিন চর কালিবাড়ি এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ।

এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি তৃর্ণমূল সংগঠক জননেতা জাহাঙ্গীর আহমেদ , ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা শরীফুল ইসলাম খোকন, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদ, জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন, মহনগর জাতীয়পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। ত্রাণ বিতরণ শেষে উক্ত এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আঙ্গিনায় বৃক্ষরোপন করেন প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!