প্রেস বিজ্ঞপ্তিঃ
গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
ফকির আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মানুন হাসান প্রেরিত
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ফকির আলমগীর ষাটের দশকে বিভিন্ন আন্দোলন – সংগ্রামে এবং ‘৬৯ – এর গণ অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনার মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে বহু গান করেছেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ফকির আলমগীরের মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। তবে দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এবং আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ শিল্পীদের কাছে তিনি এক অনুকরণীয় প্রেরণা হয়ে বেঁচে থাকবেন।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
,