Header Image

ত্রিশালে কিছু তরুণের সেচ্ছাস্রমে প্রস্তুত হলো চলাচলের অযোগ্য দের কি:মি: সড়ক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানহর উকিলবাড়ি টু কালিরবাজার ৭.৫ কি:মি: সড়কের দেওয়ানিয়াবাড়ি এবং বানিয়াধলা অংশে দুই দফায় চার কিলোমিটার সড়ক পাঁকাকরন হয় বেশ আগে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কানহর অংশে ইতিমধ্যেই রাস্তাটি ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

বাকি সাড়ে তিন কিলোমিটার কাচা সড়ক, যা বর্ষায় বৃষ্টির পানিজমে ছোট বড় অশংখগর্তের সৃষ্টি হয়েছে বিশেষ করে দড়িকাঁঠাল গ্রামের বাঘের বাজার, জামাল মিয়ার বাড়ি এবং মন্তাজ আলীর বাড়ির সামনে সহ বেশ কিছু যায়গায় রাস্তাটি ভেঙে মারাত্মক খানাখন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে !

সীমাহীন দুর্ভোগ সইতে না পেড়ে গ্রামবাসীর উদ্যোগে চলাচলের অযোগ্য প্রায় দের কিলোমিটার রাস্তা ইটের শুরখি এবং বালি দিয়ে মেরামত করা হয়, উক্ত রাস্তার কাজে অংশ নেন এলাকার যুবক-বৃদ্ধ,ছাত্র- শিক্ষক, চাকুরীজীবি-ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ! এসমসয় রাস্তাটি মেরামতের জন্য ইট দিয়ে সহযোগিতা করেন আর আর পি গ্রুপের মালিক আহসানুল করিম পুলক এবং বালি দেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল এছাড়াও নজরুল ইসলাম,কামরুল ইসলাম,হারুন ওর রশিদ,

সুজন,রাশেদ,রিফাত,রাসেল,ফজলুল,গাজিসহ আরো অনেকে শেষ পর্যন্ত থেকে কাজটি সমাপ্ত করেন!
উল্লেখ্য যে গত ২২ই জুলাই উক্ত রাস্তাটি পাকাকরনের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী, পরবর্তীতে জানা যায় হাফেজ রুহুল আমিন মাদানী এমপি মহোদয় রাস্তাটি পাকাকরনের জন্য ইতিমধ্যেই সার্বিক কাজ সম্পন্ন করেছেন উক্ত খবরে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং এমপি মহোদয়কে ধন্যবাদ জানান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!