Header Image

ত্রিশালে হক অটো রাইসমিল অবৈধ দখলের চেষ্টা! প্রতিকার চায় আলী হোসেন

স্টাফ রিপোর্টার:
ত্রিশাল উপজেলার কালিরবাজারে অবস্থিত মেসার্স হক অটো রাইসমিল এর মালিকানা বিরোধে দুপক্ষের মধ্যে শান্তি ভঙ্গের আশংকা সৃষ্টি হয়েছে।
এ নিয়ে উক্ত রাইসমিলের ভোগদখলকারী মালিক আলী হোসেন আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্হায় প্রতিকারের আশায় জমি ও মিলের মালিকানা সত্ত্বের দলিল কাগজপত্র সহ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায় ত্রিশালের বালিদিয়া গ্রামের আলী হোসেন এর স্বত্ব দখলীয় মালিকানা বিশিষ্ঠ মেসার্স হক অটো রাইসমিলে বুধবার (৪ আগস্ট ২০২১খ্রী:) বিকাল ৪ ঘটিকায় সন্ত্রাসী হামলা ও অবৈধ দখলের জন্য প্রতিপক্ষ বালিদিয়া সাকিনের জামিল আহমেদ, রেখা আক্তার, নলচিরা সাকিনের সিরাজুল ইসলাম, সাদেক, সাদ্দাম, ফিরোজ আহমেদ, রোমান, জসিদ্ধার সাকিনের নুরুল ইসলাম ঢালী সহ অজ্ঞাত লোকজন অস্ত্রে সজ্জিত হয়ে মিলের ক্ষতিসাধন করে দখল নিতে খুন জখম করিবে বলে হুমকি দিতে থাকিলে আলী হোসেন, মিলের কর্মচারী ও স্হানীয়রা বাধা দেয়।
শান্তি ভঙ্গের আশংকায় এর আগে পুলিশ সুপার ময়মনসিংহ বরাবরে আলী হোসেন এর অভিযোগের প্রেক্ষিতে ওসি ডিবি ময়মনসিংহ দায়িত্ব প্রাপ্ত এস আই সোহরাব ডিবি অফিসে দুই কার্যদিবসে উভয় পক্ষের শুনানির পর ২০ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাক্ষীদের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি অঙ্গীকারনামা সম্পাদিত হয়। উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবী সহ ৮(আট) সদস্যের কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায় পুনরায় রেখা আক্তার এর নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় অবৈধ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আলী হোসেন প্রতিকার চেয়ে অভিয়োগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!