Header Image

ভালুকায় ২ নারী ও ১ পুরুষসহ কফি হাউজের মালিক গ্রেফতার

 

মোঃ আনোয়ার হোসেন তরফদারঃ

ময়মনসিংহের ভালুকায় ড্রীম কফি হাউজের আড়ালে অসামাজিক কাজসহ রমরমা মাদকের আড্ডার অভিযোগে দুই নারী ও ১ পুরুষ সহ ওই প্রতিষ্ঠানটির মালিক রিয়াজ মোহাম্মদ শাহিন (৫০), মো:সাইদুল ইসলাম (২০),উর্মি আক্তার তমা (২১) মোছা: অাখিঁ অাক্তারকে (২৪) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে আধা কিলোমিটার পশ্চিমে ভালুকা-মল্লিকবাড়ি সড়কের পাশে বর্তা গ্রামের ইসলাম ভিটায় অবস্থিত ওই কফি হাউজে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার আব্দুল মজিদের ছেলে রিয়াজ মোহাম্মদ শাহিন ড্রিম কফি হাউজের আড়ালে ছোট ছোট বেশ কয়েকটি রুম নির্মাণ করে চড়া ভাড়ায় বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষ দিয়ে দিন রাত চালিয়ে যাচ্ছিলেন অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা। কফি খাওয়ার নাম করে বিভিন্ন এলাকা থেকে আসা কম ও মধ্যবয়সি ছেলে মেয়েরা রুম ভাড়া নিয়ে ঘন্টার পর ঘন্টা চালিয়ে আসছিলো অসামাজিক কার্যক্রম। আর এই সুযোগে ওই প্রতিষ্ঠনটির মালিক রিয়াজ মোহাম্মদ শাহিন হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।

স্থানীয় লোকজন বহুবার প্রতিবাদ করেও বন্ধ করতে পারেননি এ সব অনৈতিক কাজ। কেউ প্রতিবাদ করলে পুলিশি হয়রানীসহ বিভিন্ন ধরণের হুমকী দেয়া হতো বলে জানা যায়। এরই অভিযোগে বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানা পুলিশ ওই কফি হাউজে অভিযান চালিয়ে দুই নারী ও ১ পুরুষ সহ প্রতিষ্ঠানটির মালিক রিয়াজ মোহাম্মদ শাহিনকে গ্রেফতার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এমন কোন শ্রেণীর লোক নেই যে, এখানে আসেনি। রাতদিন বিভিন্ন ছোট ছোট কুঠরী ঘরে চলে আসছে দেহ ব্যবসা ও মাদকের রমরমা আড্ডা হয়।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, কফি হাউজের আড়ালে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই নারী ও ১ পুরুষ সহ প্রতিষ্ঠানটির মালিককে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!