Header Image

ময়মনসিংহে ওসি সফিকের নেতৃত্বে ডিবি’র অভিযানে ২মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।। ৪০০গ্রাম গাঁজা উদ্ধার

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম এর নেতৃত্বে২৪ঘন্টায়
অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) ওসি সফিকুল ইসলাম জানান- ময়মনসিংহ কে অপরাধমুক্ত করার পাশাপাশি মাদকমুক্ত আধুনিক সমাজ গঠনে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা । গ্রেপ্তারকৃতরা হলেন, খাগডহর চর জেলখানা এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৫) একই এলাকার মোঃ আব্দুল বাছেদের ছেলে মোঃ ফরহাদ (২৬) এ ব্যাপারে ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা মাদক জুয়া চুরি-ছিনতাই অপরাধমুক্ত ময়মনসিংহ গরতে জেলা আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় এসআই মোঃ কামরুল হাসান কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার খাগডহর চরজেলখানা এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি জানান- ময়মনসিংহ কে মাদকমুক্ত করার লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকে সফল করতে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!