Header Image

‘শেখ হাসিনা বাংলার মানুষের আশার বাতিঘর’- এম.এ.ওয়াহেদ

 

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি :

 

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম. এ ওয়াহেদ বলেছেন, ‘শেখ হাসিনা বাংলার মানুষের আশার বাতিঘর, তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য বহির্বিশ্বে ভ্রমনের সময় একজন বাঙালী হিসেবে আমরা গর্বিত হই। তিনি বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর।’ মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দানবীর’ খ্যাত আলহাজ্ব এম. এ ওয়াহেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে শত ষড়যন্ত্র, অত্যাচার, মিথ্যাচার কোনোকিছুই তাঁর পথ থেকে এক বিন্দুও টলাতে পারেনি। শত প্রতিকূলতায়ও হতোদ্যম হননি কখনো। বারবার স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন, আবির্ভূত হয়েছেন গণতন্ত্রের মানসকন্যা রূপে।’

এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ভালুকা আঞ্চলিক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন,আবু নোমান, ছাত্রলীগ নেতা আল ইমরান সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!