Header Image

ভালুকায় চুরি যাওয়া ফ্যাক্টরী মালামাল উদ্ধার : গ্রেফতার ৬

 

আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরী থেকে চুরি যাওয়া ৯ লাখ টাকার মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতারের পর তিন মাসের মধ্যে আদালতে চুরান্ত প্রতিবেদন দাখিল করেছে ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশ- ৫। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মিজানুর রহমান স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানান।

পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর ২০১৮ থেকে ১৯ অক্টোবর ২০২১ পর্যন্ত উপজেলার কাশর এলাকায় অবস্থিত এডভান্সড কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেড থেকে প্রায় ৯ লাখ টাকা মূল্যের মেশিনারী পাটর্স চুরি হয়। এ বিষয়ে ফ্যাক্টরীর কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বাদি হয়ে ২০ অক্টোবর/২১ তারিখে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর- নম্বর-২৮) দায়ের করেন। মামলার পরপরই থানা পুলিশ এজাহার নামিও দুই আসামী ওই কারখানায় কর্মরত ইলেক্ট্রিশিয়ান মোঃ রেজাউল করিম ও বাবর আহম্মেদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য শিল্পাঞ্চল পুলিশে ন্যাস্ত করা হয়।

পরে শিল্পাঞ্চল পুলিশ তদন্তপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ওই ঘটনার সাথে জড়িত ছাব্বির হোসেন সাদ্দাম, সাইদুর রহমান সাঈদ, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ও মোঃ শাহাদত হোসেনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে। পলিশ সুপার আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা শিল্পাঞ্চল পুলিশের সাবইন্সপেক্টর (এসআই) মোঃ জুলফিকার আলী ওই মামলাটির তদন্তপূর্বক চুড়ান্ত প্রতিবেদন রোববার (২০ ফেব্রæয়ারী) আদালতে প্রেরণ করেছেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এএসপি কাজী সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!