Header Image

সাংবাদিকদের লাঞ্ছিত, জড়িতদের গ্রেপ্তার দাবী

 

জাহাঙ্গীর আলমঃ

ময়মনসিংহের ভালুকায় বনের সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় ভালুকা উপজেলা প্রেসক্লাবে এ প্রতিদিন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।’

এসময় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২২ মে) দুপুরে বনের সরকারি জায়গায় ঘর নির্মাণের তথ্য সংগ্রহ করতে যায় এশিয়ান টিভির ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টার এমএ হোসাইন বিনয়, জেলা দক্ষিণ প্রতিনিধি নাজিবুল হোসাইন চৌধুরী নেভীসহ ক্যামেরাপার্সন। এসময় তাদের উপর অতর্কিত হামলা করে দখলকারীরা। আহত করা হয় তিনজনকেই৷

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল বলেন, এ ঘটনায় সাংবাদিক বাদী হয়ে হামলাকারী সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!