Header Image

ময়মনসিংহে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া, আহত ১২

 

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে মহানগর ছাত্রলীগের বিরুদ্ধে দক্ষিণ জেলা ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়ে নেতাকর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের ১২ নেতাকর্মী আহত হয়েছে, বলে দাবি করেছে ছাত্রদল।

আহতরা হলেন- অনিক মিয়া, সায়েব সরকার, মোক্তার হোসেন, নবী হোসেন, বাবু সরকার, মাহমুদুল হাসান বাবু, মাহমুদুল হাসান রবিন, এজিএম ফাহাদ, সাব্বির আহমেদ রনি, পিয়াস মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মুজাহিদুল ইসলাম।

সোমবার (২৩ মে) বিকেল ৩টার দিকে নগরীর আমলাপাড়া সড়কে এই হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: মাহাবুবুর রহমান রানা অভিযোগ করে বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলার প্রতিবাদে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা স্বশস্ত্র হামলা চালিয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে ১২ জন নেতাকর্মী আহত হয়েছে। পরে তারা শহরের নতুন বাজার এলাকাতেও স্বশস্ত্র মহড়া দিয়ে ককটেল বিস্ফোরন ঘটায়, বলেও দাবি করেন এই ছাত্রদল নেতা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেদ আহমেদ অনি। তার ভাষ্য, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কে নিয়ে বাজে মন্তব্য করেছে।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা শহরে প্রতিবাদ মিছিল করছি। এ সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এতে হামলার কোন ঘটনা ঘটেনি, বলে দাবি করেন এই ছাত্রলীগ নেতা।

এবিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, শহরে এই ধরনের কোন ঘটনা ঘটেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!