Header Image

মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাকিবুল হাসান ফরহাদঃ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতবাড়ীতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে নালিতাবাড়ী কৃষি অফিসের সম্মেলন কক্ষে তুলসীমালায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ওয়াসিফ রহমান ও কৃষিবিদ মওদুদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, সি এন এন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রেজাউল করিম বাদল ও এম. সুরুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে ৩০ টি কৃষক পরিবার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের প্রক্রিয়া ও গুরুত্ব তুলে ধরে কিভাবে সমৃদ্ধি অর্জন করা যায় তা উপস্থিত কৃষকদের শিক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন কৃষি উপকরণ ও শাক সবজির বীজ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!