Header Image

বয়সভে‌দী ভা‌লোবাসার নির্মম প‌রিণাম

বয়সভে‌দী_ভা‌লোবাসার_নির্মম_প‌রিণাম
৷৷ উ‌ম্মে তাবাসসূম সেজুথী

মন্তব‌্য হয়‌তোবা প‌বিত্রতায় গড়া
কোন গন্তব‌্যই ঠেকা‌তে পা‌রেনা

ত‌বে কখ‌নো কখ‌নো এর বিধ্বংসী তীব্রতা,
জ‌টিলতা, প্রখরতা কিংবা নির্মমতা

অ‌তি সুক্ষ ও তীক্ষ্ণ গ‌তি‌তে আক্রমণাত্মক রূ‌পে
নি‌মি‌ষেই নি‌ষ্ক্রিয় ক‌রে দেয় শ্বাসতন্ত্র নামক যন্ত্রটি‌কে

আমরা হয়‌তোবা প্রত্যেকেই নি‌জেদের
ভীষণ স্বাধীণ‌চেতা মানব বোধক‌রি

ত‌বে সর্বাগ্রচি‌ত্তে চিরন্তণ স‌ত‌্যটি এ‌ড়ি‌য়ে চল‌লে
নির্ঘাত বৃথাই র‌য়ে যা‌বে আমা‌দের এই আত্মপোল‌দ্ধি

স‌ত্যিকার অ‌র্থে বাস্তবতার ‌নির্মম লেখ‌নি‌
বড়ই বি‌চিত্র ও পাষ‌বিকতায় প‌রিপূর্ণ

এর তেজ‌ষ্ক্রিয়তা আমা‌দের ক‌ঠোর‌চি‌ত্তে জানান দেয়
সমাজবদ্ধ জীব মানুষ এই সমা‌জের একজন ভৃত্ত মাত্র

স্বভ‌ঙ্গিমায় স্বাধীণ‌চেতা ম‌নোভাব‌কে দুম‌রে-মুচ‌রে
কুৎসা ও কুরূ‌চিপূর্ণ কু-মন্ত‌ব্যের দ্বারা ভষ্ম ক‌রে দি‌য়ে

নি‌র্লিপ্ততার স‌হিত সান‌ন্দে অ‌ধিপ‌তি ব‌নে গে‌ছে
অ‌তি বিজ্ঞ ও বিচক্ষণ এই পাষন্ড সমাজ

যেথায় ভা‌লোবাসা,সম্পর্ক,সংসার এই সকল প্রত‌্যয়ই বয়স‌ভেদী নিয়‌মের আস্তর‌নে আবৃত পুঁথিমালা

অ‌তি নৈ‌তিকতার বচন দ্বারা
অ‌নৈ‌তিক সিদ্ধান্ত ছুঁ‌ড়ে দেওয়া

এই কু‌টিল সমাজ আবা‌রো প্রমাণ ক‌র‌লো
কিছু‌তেই তারা বাঁচ‌তে দে‌বেনা

বয়‌সের নিয়মলঙ্ঘণকারীর একমাত্র
সাজা হ‌তে পা‌রে শুধুমাত্রই মৃত‌্যদন্ড….!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!