Header Image

দুর্গাৎসব এর বিসর্জন ঘাট পরিদর্শন করেন মেয়র ইকরামুল হক টিটু

 

মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)

২৫ সেপ্টেম্বর বিকেল ০৫ টায় আসন্ন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় বিসর্জন ঘাটের প্রস্তুতি বিষয়ে উপস্থিত প্রশাসন, পুলিশ ও সনাতন ধর্মের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মেয়র মতবিনিময় করেন এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মেয়র চলমান বৃষ্টির কথা মাথায় রেখে বিসর্জন ঘাট প্রস্তুতি এবং ঘাটে আগত প্রতিমাবাহী যানবাহনসমূহের নির্বিগ্ন চলাচল নিশ্চিতে প্রস্তুতি নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও মেয়র জানান, প্রতিবারের মতই দুর্গাৎসবকে উৎসবমূখর এবং স্বাচ্ছন্দময় রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জন ঘাটে নিরাপত্তায় আলোর ব্যবস্থা, সিকিউরিটি ক্যামেরা, ঘাটের সড়ক প্রস্তুতকরণসহ, মেডিকেল ক্যাম্প সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় আরোও উপস্হিত ছিলেন মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম।

 

মসিক প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক হাসান,০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, মসিক সচিব রাজীব কুমার সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ের এডিএম তাসলিমা মোস্তারী,মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা,জনসংযোগ কর্মকর্তা মোঃ মহাবুল হোসেন রাজীব,কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর মাসুদ রানা,খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার,জেলা পূজা উদযাপন কামিটির সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এড. পিযুষ কান্তি সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!