Header Image

এক প্রতিবন্ধী ছেলের কষ্টে অসহায় মা দিশা হারা

 

সৈয়দ শামীম গোয়াইনঘাট সিলেট থেকেঃ

সিলেট’র গোয়াইনঘাটে জাফলংয়ে সানকি ভাঙ্গা গ্রামের আলম (১৫) নামের এক ছেলে প্রতিবন্ধী হিসাবে রয়েছে। যে বয়সে মানুষ খেলা দোলা করে সে বয়সে আলম ২৪ ঘন্টা বিছানায় সুয়ে দিন কাটে। প্রতিবন্ধী আলম জন্মের পর থেকেই অকেজো, সে কোন ভাবেই চলতে পারে না ।

আলমকে নিয়ে মা ছালেহা বেগম বাবা নজেশ মিয়ার ছিল অনেক স্বপ্ন সে বড় হবে সুস্থ হবে সেই আশায় ১৬ বছর লালন পালন করে,সে দিরে দিরে বড় হয়ে উঠে। আল্লাহর নির্মম পরিহার সে সুস্থ না হয়ে আরো অসুস্থতার দিকে হেলে পড়ে।

অসহায় পরিবারটি আলমকে নিয়ে ঋণ, ধার করে টাকা নিয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা করান তাতে কোন উন্নতি হয়নি বলে জানান তার পরিবার। সে কথা বলতে পারে না বসতেও পারে না নিজ হাতে খেতেও পারে না।

অসহায় মা ছালেহা জানান, যদি কোন বৃত্তবান ব্যাক্তি আমার ছেলেটির পাশে দাড়াতেন বা সরকারি, বেসরকারি কোন সংস্থা বা প্রতিষ্ঠান আমার ছেলের দায়িত্ব নিতেন তাহলে আমি আমার ছেলেটাকে নিদাবি করে দিয়ে দিব। তার পরও আমার চোখের সামনে যে কষ্ট করে আমার ছেলে সেটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমার ছেলের পাশে যে দাড়াবে আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করবো।

যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে আলম’র পরিবারের মা বাবার মোবাঃ 01823896677

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!