Header Image

সব ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে- প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

 

ময়মনসিংহ প্রতিনিধি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী, ময়মনসিংহের ফুলপুর- তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি
বলেছেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।

তারই দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখনও নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন।

বুধবার (৫,অক্টোবর) বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশন এর সার্বিক ব্যবস্থাপনায় নগরীর
কাচারী ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্রের পাড়ে শারদীয় দূর্গাপূজার সমাপনী আয়োজন প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসব কথা বলেন।

এখন ধর্ম যার যার, উৎসব সবার’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সব ধর্মের উৎসব সকলে মিলে আনন্দ সহকারে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দিব না। আগামীদিনে সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উদ্বুদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় বসাতে হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন ডন এর সভাপতিত্বে ও কাউন্সিলর ফারুক হোসেন এর সঞ্চালনায় বিসর্জন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এনামুল হক,পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, মহানগর পুজাঁ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা রাজিবুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারি,অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমান, অতিঃ পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম)রায়হানুল ইসলাম,অতিঃ পুলিশ সুপার (ডিএসবি)) ফাল্গুনী নন্দী,অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক)মোঃ হাফিজুর রহমান,অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির,
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন,ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী, সেকেন্ড অফিসার নুর মোহাম্মদ,সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ শামিমা রহিম,কাউন্সিলর শীতল সরকার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এড নুরুজ্জামান খোকন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, এডভোকেট পিযূষ কান্তি সরকার, বিকাশ সরকার, শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!