Header Image

সমাজের সর্ব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে ইউএনও’র আহ্বান

আরিফ রববানী, ময়মনসিংহ।।

মাদকের অপব্যবহার রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনভাবে সামাজিক পরিবেশ বিঘ্নিত হতে দেয়া যাবে না। এখনই সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে আয়োজিত এক কর্মশালায় সভাপতির স্বাগত বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন।

মঙ্গলবার (৬ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে এই সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সমাজের সর্ব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী দিনের শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদককে ঘৃণা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকা পালন করেত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় মাদকের ভয়াবহতা নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি,ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি গোলাম সামদানী,ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,
অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনদাদুল হক আরমান,কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা এস. এম শামছুল হক (কালু),
চরনিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান,আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম রতনসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!