Header Image

ফুলবাড়িয়ায় নিশির গলায় নৌকার মালা

 

সাইফুল ইসলাম তরফদার:

বৃহস্পতিবার ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ৫নং দেওখোলা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোছাঃ ফরিদা ইয়াছমিন নিশি (নৌকা) ৪৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়।

তাঁর প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদিন (চশমা প্রতিক) প্রতিদ্ধনিদ্বতা করেছেন। এতে নৌকা প্রার্থী নিশি ৫০৩৩ ও চশমা জয়নাল ৪৫৭৯ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার তাজুল রায়হান জানায়, দেওখোলা ইউনিয়নের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৯ হাজার ১৯ ভোটারের মধ্যে ৯টি ভোট কেন্দ্রের ৬০ টি বুথে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ভোট কেন্দ্রের ভিতরে বাহিরে নিরাপত্তার দায়িত্বে পর্যাপ্ত পুলিশ মোতায়ন ছিল। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল। ভোট চলাকালে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!