ঈদ স্পেশাল মিউজিক ভিডিও, ও বন্ধু শিরোনাম ইকবাল হাসান হৃদয় ও ইংকি গাওয়া গানটি বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে।
গানটির পরিচালনায় রয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় ডিরেক্টর জয় রাফি, ডিওপি জাহিদুল ইসলাম, গানটি বাংলাদেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিক থেকে এবার ঈদে রিলিজ পাবে।
গানটির কথা,সুরও সংগীত পরিচালক ইকবাল হাসান হৃদয়, গানটিতে অভিনয় করেছেন আশা শেখ ও ইকবাল হাসান হৃদয়, ও বন্ধু শিরোনামের গানটি নিয়ে মুঠোফোনে পরিচালক জয় রাফির সাথে আলোচনা কালে তিনি বলেন এই গানটি এবারের ঈদে ব্যাপক আকারে দর্শক জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস,, আমার পরিচালনার মধ্যে অন্যতম ও বন্ধু শিরোনামের নামের এই গানটি, সম্পূর্ণ নতুন একটি মৌলিক গান আশা করছি দর্শকের মনে দাগ কাটবে এই গানটি।