Header Image

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন করেন মেয়র টিটু

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তিন তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক ‍টিটু। ২ আগষ্ট বেলা সাড়ে ১১ টায় গুলকিবাড়ি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু ।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় এ নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ স্বাস্থ্যকেন্দ্রটির নির্মাণ সম্পন্ন হলে বর্তমানে নগরীর জামতলাতে ভাড়া বাসায় পরিচালিত নগর স্বাস্থ্যকেন্দ্রটি এ ভবনে স্থানান্তর করা হবে।

পরবর্তীতে বেলা সাড়ে ১২ টায় ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (ন্যাপ) সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের একটি ২০ হর্স পাওয়ার সম্পন্ন পানির পাম্প উদ্বোধন করেন মেয়র। পাম্পটি প্রতি ঘন্টায় ৭৫ কিউবিক মিটার পানি উত্তোলনে সক্ষম। এর পাম্পের ফলে সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায় প্রকৌশলী মো জহিরুল হক, মসিক নির্বাহী কর্মকর্তা (বিদুৎ) জিল্লুর রহমান, ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ উজ জামান, মসিক নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ,জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসেন রাজীব সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!