মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম এর ট্রাক প্রতীককে বিজয়ী করতে একমাত্র মহিলা মাইকার মাহমুদা হোসেন মলি অত্যান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ কাজ করে যাচ্ছেন।
ময়মনসিংহ সদর ৪ আসনের এক অনন্য নিদর্শন ও যোগ্য প্রার্থী আমিনুল হক শামীম এর দিকনির্দেশনায় ট্রাকের পক্ষে একাই এক’শ মহিলা মাইকার হিসেবে মাহমুদা হোসেন মলি ময়মনসিংহ শহর সহ সদরের আনাচে কানাচে ট্রাকের শ্লোগান ও গানে ময়মনসিংহ বাসীকে মুখরিত করে তুলে যাচ্ছেন।
মাহমুদা হোসেন মলি দুপুর ২ টা হতে শুরু করে রাত ৮ টা পর্যন্ত একটানা আমিনুল হক শামীম এর ট্রাক মার্কায় খালী গলায় গান গেয়ে ভোট চেয়ে যাচ্ছেন। মাহমুদা হোসেন মলি আশা করেন ময়মনসিংহ বাসী তাদের যোগ্য প্রার্থী ও পছন্দের মার্কা ট্রাককে বেছে নিয়ে আগামী ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে আমিনুল হক শামীমকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।