ক্রাইম রিপোর্ট

ময়মনসিংহে মাদক ও জুয়ারী সহ ১২অপরাধীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।। ইয়াবা ও হেরোইন উদ্ধার ।

ময়মনসিংহে মাদক ও জুয়ারী সহ ১২অপরাধীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।। ইয়াবা ও হেরোইন উদ্ধার ।

  আরিফ রববানীঃ ময়মনসিংহে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও জিরোটলারেন্স নিয়ে কাজ করছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়ারি সহ ১২ অপরাধী কে গ্রেফতার তাদের নিকট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা (ডিবি) ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপারের উদ্যোগে আইন-শৃঙ্খলা বাহিনীর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজী ও অপরাধী মুক্ত নগরী গড়তে অভিযান পরিচালনা করতে কঠোর নির্দেশ দেন। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী ও অপরাধী যত বড় ক্ষমতাশীল হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে

স্ত্রী-সন্তানের নির্যাতনে গৌরীপুরে বৃদ্ধাকে হত্যা স্ত্রী-সন্তান গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুরে স্ত্রী ও সন্তানের নির্যাতনে ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধা আত্মাহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ৩জুন ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পুত্র মোঃ আজিজুল হক জানান, তার বাবা ইদ্রিস আলীকে তার মা সাফিয়া খাতুন (৫০), তার ভাই আলামিন (২৪) ও বোন বৃষ্টি আক্তার (১৮) শারীরিকভাবে নির্যাতন করতো। ওদের নির্যাতনের কারণে তার বাবা নিজে রান্না করে পৃথকভাবে জীবনযাপন করে আসছিলো। গত ৩১তারিখেও বয়োবৃদ্ধ ইদ্রিস আলীর ওপর ওরা নির্যাতন চালায়। গলায় ফাঁস বা বিষ খেয়ে আত্মহত্যার কথাও বলে। এসব নির্যাতন-নিপীড়নের কারণে মঙ্গলবার গভীররাতে নিজঘরে আত্মহত্যা করে। এঘটনায় মোঃ আজিজুল হক বাদী হয়ে তার মা, ভাই ও বোনকে আসামী করে মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী, একপুত
ময়মনসিংহে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলা,লুটপাট। থানায় মামলা।

ময়মনসিংহে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলা,লুটপাট। থানায় মামলা।

  ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ শহরের মাসকান্দা গোরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা এমদাদ খানের নির্মানাধীন বাড়িতে চাঁদা না দেওয়ার জের হিসাবে চাঁদাবাজি ও লোটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে- এমদাদ খান তার বাড়ী নির্মাণের কাজে বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় কতিপয় চাঁদাবাজ সিন্ডিকেট দল। পরে চাঁদা না দেওয়ায় সিন্ডিকেট দলের সদস্যরা এমদাদ খাঁনের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এমদাদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে হামলাকারীরা তাদের মারপিট করে মারাত্মক ভাবে আহত করে। গত ২রা জুন রাত আনুমানিক ৮ টায় মাসকান্দা এলাকায় এমদাদ খানের নির্মানাধীন বাসায় ১০ লক্ষ টাকা চাদা দাবি করে না পেয়ে চাঁদাবাজরা এই হামলা ও লুটপাট চালায় বলে এমদাদ খানের অভিযোগ। অভিযুক্তরা হলেন,১। রাজু,পিতাঃবিল্লাল হোসেন,২।এমরান, পিতা মৃত কুদ্দুস ড্রাইভার,৩।শুভ,পিতা অজ্ঞাত,৪।মামুন মিয়া,পিতা অ
হিলিত সাড়ে ৫ কেজি গাঁজাসহ  আটক-৩

হিলিত সাড়ে ৫ কেজি গাঁজাসহ  আটক-৩

 হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে মাদকবিরােধী অভিযান পরিচালনা করে ৫ কেজি ৫ শ গ্রাম গাজাঁসহ একই পরিবারের তিন জনকে আটক করছে থানা পুলিশ। আজ (৩ জুন) বুধবার সাড়ে ১১টায় উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকদ জানান,গােপন সংবাদের ভিত্তিতে আমি নিজে উপস্তিত থেকে উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে এসআই মােবারক,এসআই বেলালসহ সঙ্গীয় ফাের্স নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের শয়ন কক্ষের মেঝের নিচে বালুর ভিতর অভিনব কায়দায় পুঁতে রাখা ৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ শহিদুল,স্ত্রী জমিরন ও তার মা শরিফা বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইন মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত শহিদুল ইসলাম (৩৮) হলেন উপজলার পূর্ব চন্ডিপুর এলাকার গিয়াস উদ্দিনর ছেলে,শরিফা বেগম (৫৫) হলেন গিয়া
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ২৫০গ্রাম মাদকসহ গ্রেফতার-২।

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ২৫০গ্রাম মাদকসহ গ্রেফতার-২।

  আরিফ রববানীঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০গ্রাম মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধে জয়ী হতেই মাঠে নেমেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নেতৃত্বাধীন ডিবি পুলিশ। পুলিশ সুপারের কঠোর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসাবে রবিবার ডিবির এসআই সোহরাব উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ ধোবাউড়ার জরিপাপাড়া থেকে দুই মাদক ব্যবসায়ী ১। মোঃ আল আমিন(৩৬), পিতামৃত-গিয়াস উদ্দিন, মাতা-মোছাঃ নুরজাহান বেগম, সাং-জরিপাপাড়া, থানা-ধোবাউড়া ২। মোঃশুকন মিয়া @ খোকন(৩০), পিতা-মোঃ মজুর উদ্দিন, মাতা-মোছাঃ শুকুরী বেগম, সাং-রঙ্গেরকান্দা, থানা-তারাকান্দা, উভয় জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ

গাজীপুরে র‌্যাব-১ এর সাথে বন্দুক যুদ্ধে মাদক কারবারি নীহত

  মোঃআল-আমিন, গাজীপুর ঃ গাজীপুরের কাশিমপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সাথে বন্দুকযুদ্ধে নুরুল হক (২৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। সোমবার (০১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব-১। জানাগেছে,নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক কারবারি। সে ইয়াবার বড় একটি চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলো। র‌্যাব-১ এর স্কোয়ার্ড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১। এসময় একটি ট্রাক দ্রুত গতীতে চেকপোস্ট অতিক্রম করতে চাইলে, ট্রাকটিকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু ট্রাকটি আরও দ্

গফরগাঁওয়ে জমি সংক্রান্ত জেরে হামলায় ৬ জন আহত; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামের শিমুল মিয়ার সাথে পূর্বে থেকে জমি সংক্রান্ত জেরে মামলা চলে আসছিল রিটন মৃধা ও রহিম মৃধার পরিবারের সাথে। গত ১৯ এপ্রিল থেকে ঈদ এর তৃতীয় দিন বুধবার বিকেলে দ্বিতীয় দফায় রিটন মৃধা ও রহিম মৃধার নেতৃত্বে ১০ থেকে ১২ জন দা,লাঠি, শাবল,লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্রের মাধ্যমে অতর্কিত হামলা চালিয়ে ভুক্তভোগীর পরিবারের নারী-পুরুষসহ ৬ জন ব্যক্তিকে মেরে আহত করে। আহতরা সবাই ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ হামলার ঘটনায় পাগলা থানায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জুনায়েদ কবির ও তার পরিবার। তারা বলেন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি। আসামিরা বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে। ১ নং বাদী শিমুল মিয়া বলেন,
গৌরীপু‌রে ডাকা‌তির প্রস্তু‌তির সময় জনতার হা‌তে ৪ ডাকাত আটক

গৌরীপু‌রে ডাকা‌তির প্রস্তু‌তির সময় জনতার হা‌তে ৪ ডাকাত আটক

গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তু‌তির সময় দেশিয় অস্ত্রসহ জনতার হ‌তে ৪ ডাকাত আটক হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার রাত ১১ টার দি‌কে কাউরাট চকবাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘ‌টে। অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শা‌খের হো‌সেন সি‌দ্দিকী জানান, আটকৃতরা হ‌লো হৃদয় , ইমাম , নিক্সন ও আয়নাল। ওই চার ব্যক্তি কে দেশীয় অস্ত্র খেলনা পিস্তল সহ ডাকাতি করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার জনগণের সহযোগিতায় হাতেনাতে ধরা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় হৃদয় নিক্সন এবং আয়নালের বাড়ি মেসি ডেঙ্গি গৌরীপুর ময়মনসিংহ এবং গ্রেফতারকৃত ইমামের বাড়ি চল্লিশা মেসি ডেঙ্গি। শুভ নামসহ অজ্ঞাত দুই-তিনজন পালিয়ে গে‌ছে। এএসআই নাইমুল ইসলাম জানান, এব্যাপা‌রে মামলা হ‌য়ে‌ছে ।
টঙ্গীতে শিশু চাঁদনী ধর্ষণ ও হত্যা মামলার আসামি র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নীহত অস্ত্র উদ্ধার

টঙ্গীতে শিশু চাঁদনী ধর্ষণ ও হত্যা মামলার আসামি র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নীহত অস্ত্র উদ্ধার

  মোঃআল-আমিন ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে শীশু চাঁদনী ধর্ষণ ও হত্যা মামলার আসামি সিরিয়াল ধর্ষক সুফিয়ান র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নীহত হয়েছে।বৃহস্পতিবার রাত ১০.৪৫ মিনিটে টঙ্গী মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবে-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গীতে শীশু চাঁদনী ধর্ষণ ও হত্যার অন্যতম আসামি সুফিয়ান (২১) আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানায় সে মধুমিতাসহ আশপাশের এলাকায চুরি, ছিনতাই করে,পাশাপাশি সে একজন সিরিয়াল ধর্ষক।বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় তার হেফাজতে অস্ত্র রযেছে।তার দেয়া তথ্যঅনুযায়ী রাতেই তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে র‌্যাবের একটি চৌকস টিম। মধুমিতা রেলক্রসিং এলাকায় এলাকায় পৌঁছানো মাত্রই সুফিয়ানের সহযোগীরা র‌্যাবেকে লক্ষ করে গুলি ছোঁড়ে।আত্নরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যা
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

  মাহমুদুল হাসান মিলনঃ ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার সোহরাবের ব্রিক ফিল্ডে অয়ন (২০) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অয়ন আকুয়া মড়লপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। বৃহস্পতিবার (১৪মে) রাত সাড়ে আটটার সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ময়মনসিংহ ৩ নং পুলিশ ফাড়ির ইনচার্জ মো দুলাল উদ্দিন অাকন্দ এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান অয়ন নামে এক যুবককে দূর্বৃত্তরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা অয়নকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার অয়নকে মৃত ঘোষণা করে। তিনি আরো বলেন লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যার কারন জানা যাবে বলেও জানান তিনি।  
error: Content is protected !!