প্রেমিক হিসেবে সাংবাদিকরাই যে কারণে সেরা
রাকিবুল হাসান ফরহাদ
প্রেমের দুনিয়ায় সবারই নিজস্ব স্টাইল আছে। কেউ রোমান্টিক কথায় জাদু ছড়ান, কেউ আবার নীরবতায় ভালোবাসা প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকরা? তারা এক অন্য রকম প্রেমিক—যাদের ভালোবাসায় আছে গভীরতা, দায়িত্ববোধ, আর বাস্তবতার ছোঁয়া।
প্রেমিক হিসেবে সাংবাদিকরা কেন সেরা—চলুন দেখি কিছু কারণ..
১️ তারা মনোযোগী শ্রোতা
সাংবাদিকরা পেশাগতভাবেই মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। তাই প্রেমিকার গল্প, অভিযোগ কিংবা অভিমান—সবকিছুই তারা ধৈর্য নিয়ে শোনেন। কারও কথা মাঝপথে কেটে দেওয়া তাদের অভ্যাস নয়।
২️ তারা শব্দের যাদুকর
সাংবাদিকরা জানেন, কোন শব্দ কখন ব্যবহার করতে হয়। তাই তারা খুব সহজেই প্রেমিকার মন খারাপ দূর করে দিতে পারেন মিষ্টি কিছু কথায়। তাদের ভালোবাসায় থাকে অনুভূতির রঙ আর শব্দের মায়া।
৩️ সত্যবাদিতায় অটল
একজন সাংবাদিক সত্যের পক্ষে লড়ে যান প্রতিদিন। তাই প্রেমেও তারা মিথ্যা বলেন না, নাটক ক








