Header Image

সোনারাগাঁয়ের অপরাধ নির্মুলে ওসি মনিরের ওপেন হাউজ ডে অনুষ্ঠান।

 

মোঃ আরিফ রববানী,ময়মনসিংহঃ

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সোনারগাঁয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, ইভটিজিং, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অপরাধ নির্মূল করে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে মানুষের সকল সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামানের ব্যবস্থাপনায় সোনারগাঁ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৮জুলাই) বিকেলে সোনারগাঁ থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে তে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সোনারগাঁ থানা এলাকার সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অসাধারণ মানুষ বক্তৃতার মাধ্যমে নির্ভয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে সকল প্রকার সমস্যার কথা অবগত হয়ে সোনারগাঁ এলাকাবাসীকে সার্বিক নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) মোঃ খোরশেদ আলম।

সোনারগাঁ থানার ওসি( তদন্ত) শরীফ আহমেদ, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা গন, এসময় সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!