Header Image

অহেতুক কোন নিরীহ মানুষকে হয়রানি করবেন না- ওসি আজিজুর রহমান

সাইফুল ইসলাম তরফদারঃ
 অহেতুক কোন নিরীহ মানুষকে হয়রানি করবেন না। আমি দীর্ঘদিন যাবত খেয়াল করছি যারা পুলিশের চাকুরী করে অবসর গ্রহণ করেন তারা এলাকায় গিয়ে খুবই অসহায় হয়ে পড়েন। অথচ আমরা যারা পুলিশ সদস্য তারা কিন্তু জনগণের জন্যই কাজ করি। তারা যদি থানায় আসে তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে। কারণ আপনিও একদিন অবসরে যাবেন? পুলিশ মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে মূল্যায়নের ইতিহাস সাবেক আইজিপি জনাব জাবেদ পাটোয়ারি’র অবদান। সেটি তিনি চালু করার পর তৃণমুলে আজকে এর বহি: প্রকাশ। যা ‘শহিদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা’ সম্মাননা ও সংবর্ধনা।
গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত ফুলবাড়িয়া থানায় সম্মাননা ও সংবর্ধনায় সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোহা: আজিজুর রহমান এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুর্শেদ হাসান খান, এস আই জোতিশ চন্দ্র দাস, এএসআই এমদাদুল হক, পুলিশ সদস্য ফজলুল হক, অব. প্রাপ্ত পুলিশ শহীদ হযরত আলীর ছেলে পুলিশ সদস্য দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা পুলিশ (অব.) আজিজুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম। স ালনায় এস আই রুবেল হাসান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!