Header Image

তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা নেয়ার দাবিতে আমরণ অনশনে জাবি দুই শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি।। 

 

তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি)  ৪৬তম ব্যাচের দুই শিক্ষার্থী সবার পক্ষ থেকে। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ৪৬ ব্যাচের আরও কিছু শিক্ষার্থী।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, প্রায় তিনবছর ধরে একই বর্ষে রয়েছেন তারা। ফলে দীর্ঘ সেশনজটের পাশাপাশি শিক্ষাজীবন হুমকিতে রয়েছে। তাই ঈদুল ফিতরের আগেই অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে তাদের পরীক্ষা নেয়া হোক।

অনশনকারী দুই শিক্ষার্থী হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম শেখ এবং প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসাইন।

দাবি না মানা পর্যন্ত অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!