Header Image

ফুলবাড়িয়ায় বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জমি অধিক গ্রহণ 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা চকরাধাকানাই গ্রামে ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নিমাণের জন্য জমি অধিক গ্রহণ করা হয়।
জানা যায়, বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্প জোন ফুলবাড়িয়া ৩৩/১১ কেভি ২.১০/১৩.৩৩ এম ভিএ বিদ্যুৎ উপকেন্দ্র। জমির তপসিল মৌজা চকরাধাকানাই (জে এল নং ৬৬) আরএস খতিয়ান ১৯৭৬ ও দাগ নং ৪০০৫ (০.০৭ একর) আরএস খতিয়ান নং ১৪৭৮ ওদাগ নং ৪০০৬ (০.২৬ একর) আরএস খতিয়ান নং ১৪৭৮ ও দাগ নং ৪০১০ (০.৪৮ একর) আরএস খতিয়ান নং ৭৬৩ ও দাগ নং ৪০১১ (০.১৯ একর) সর্বমোট ১.০০ (এক) একর জমি অধিক গ্রহণ করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাস্তবায়নকারী সংস্থা। জমি অধিক  গ্রহণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিবাহী প্রকৌশলী মোঃ রায়হান নবী খান, জেলা প্রশাসকের ভূমি অধিক গ্রহণ কর্মকর্তা কে.এম রফিকুল আলম, ফুলবাড়িয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আবাসিক প্রকৌশলী জহিরুল ইসলাম ভূইয়াসহ এলাকার বিদ্যুৎ গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীলসমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুলবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় সেবার মান বৃদ্ধি পাবে বলে জানান। পিডিপির গ্রাহকরা মাননীয় সাংসদ সদস্য ও পিডিপির কর্মকর্তাদেরকে ফুলবাড়িয়াবাসী অভিনন্দন জানান।
ফুলবাড়িয়ার আবাসিক প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম ভূইয়া বলেন, আমার চাকুরীর শেষ মুহুর্তে হলেও বিদ্যুৎ উপকেন্দ্রের জমি অধিগ্রহণের কাজ করে যেতে পারলাম। এই প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে ফুলবাড়ীয়ায় ছিড়াফাটা তাঁর থাকবে না, লাইনের মানউন্নয়ন হবে, লোভোল্টেস, লোডসেডিং থাকবে না। এই প্রকল্পের সার্বিক সহযোগিতা করার জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ।
নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হান নবী খান বলেন,  দ্রুত  বিদ্যুৎ উপকেন্দ্রের কাজ বাস্তবায়ন হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রধিকার প্রকল্প।বিদ্যুৎ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ রয়েছে সর্ব গৌরবোজ্জ্বল অর্জন ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!