Header Image

মমেক হাসপাতালে চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি নিয়ে একটি মহলের অপপ্রচার

সাইফুল ইসলাম তরফদার:

 

ময়মনসিংহ বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ

উঠেছে। সম্প্রতি সমিতির আলাদা শাখা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই একটি মহল এমন অপপ্রচারে নেমেছে। এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যভুক্ত কর্মচারীরা।
জানাযায়, সমিতির সাধারণ সভায় কর্মচারীদের সংখ্যা গরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ময়মনসিংহ নার্সিং
কলেজের কর্মচারীদের বাদ দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এসকে হাসপাতাল, মডেল ফ্যামিলি প্ল্যানিং ও পরমানু চিকিৎসা কেন্দ্রে আলাদা ইউনিট গঠনের সিদ্ধান্ত হয়। কর্মচারীদের বৃহৎ স্বার্থ বিবেচনায় সময়োপযোগি এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের কতিপয় কর্মচারী নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সমিতির সিদ্ধান্ত এবং নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে। এসব বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন পোর্টালসহ বিভিন্ন মিডিয়ায় খবর
প্রকাশিত হলে ঐ চক্রটি আরো উত্তেজিত হয়ে উঠে। তারা এখন নানাভাবে বিষোদগার করছেন।
চতুর্থ শ্রেণির সরকারী কর্মচারী সমিতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদ্য সাবেক সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন জানান,
কর্মচারীদের স্বার্থ বিবেচনায় রেখে সংগঠন পরিচালিত হয়। বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারী থাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে
সাধারণ সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। অথচ একটি চক্র নিজেদের স্বার্থে সংগঠনের এবং কর্মচারীদের স¦ার্থ বিরোধী
কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তারা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি একটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রতিবাদ বিজ্ঞাপন প্রকাশ
করে। সেখানেও মিথ্যা তথ্য দিয়েছে। সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যরা স্বেচ্ছায় স্বজ্ঞানে স্বাক্ষর দিয়েছে অথচ তারা প্রচার করছে যে জোর করে
সুকৌশলে স্বাক্ষর নেয়া হয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।
চতুর্থ শ্রেণির সরকারী কর্মচারী সমিতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জানান,
বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে কলেজ ও হাসপাতাল আলাদা আলাদা ইউনিট শাখা সমিতি রয়েছে। তাই ময়মনিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা
মেডিকেল কলেজ ও নার্সিং কলেজকে বাদ রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখানে একক কোন ব্যক্তির স্বার্থ বা মতামত নয় বরং সাধারণ সভা ডেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতেই
সংগঠন পৃথক করা সিদ্ধান্ত হয়েছে। অথচ একটি চক্র তাদের স¦ার্থের ব্যাঘাত ঘটায় বিভিন্ন মহলে দৌড়-ঝাপ শুরু করে। তারা নানা অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে।
মাসকান্দাস্থ মেডিকেল স্টাফ কোয়ার্টার বরাদ্দ নিয়েও একটি কুচক্রি মহল মিথ্যাচার করে বেড়াচ্ছে। হাসপাতালের বাসস্থান কমিটির সিদ্ধান্তের বাইরে
প্রশাসনিক কর্মকর্তা ও সমিতির নেতৃবৃন্দের কোয়ার্টার বরাদ্দ দেয়ার কোন সুযোগ নাই। সম্প্রতি একটি কুচক্রি মহল প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দের নামে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার
চালিয়ে যাচ্ছে। এই কুচক্রি মহলটি হাসপাতালের প্রশাসন এবং সমিতির নেতৃবৃন্দের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে এমন মিথ্যাচার করে বেড়াচ্ছে। এ সমস্ত
কুচক্রি মহলের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরদাবী জানান তিনি।
##

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!