০৮/০৬/২০২১ ইং মঙ্গলবার, বিকেল ০৩ টায়,জাপা মহানগর দক্ষিন কার্যালয়, কাকরাইল ,সেগুন বাগিচা,ঢাকায়, ১৪ জুলাই প্রয়াত পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকী তে অনুষ্ঠিতব্য উপ নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য প্রতিবাদ সভা সফল করার প্রস্তুতি মিটিংএ বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটি,র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা র সহ- সাধারন সম্পাদক, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা, র নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা,র সাবেক সভাপতি(ভারপ্রাপ্ত),মহা-সচিব এবং বর্তমানে অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল।বাবুল বলেন, “১৪ জুলাই প্রয়াত পল্লী বন্ধুর মৃত্যু বার্ষিকী তে কোন ভাবেই উপনির্বাচন হতে পারেনা, তারিখ অবশ্যই পিছাতে হবে।নইলে জাপা ও জাপা র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মীগন শান্তিপূর্ন আন্দোলন করে দাবী মানতে সরকার কে বাধ্য করানো হবে। তিনি গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষন করে আরো বলেন, প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু বার্ষিকী ১৪ জুলাই কে সরকারী ছুটি ঘোষনা করতে হবে।” জাতীয় কৃষক পার্টি,র সভাপতি, জাপা, র প্রেসিডিয়াম মেম্বার ও অতিরিক্ত মহা-সচিব সাহিদুর রহমান টেপা,র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১৪ জুলাই পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকী থাকায়,অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবী করত:শান্তিপূর্ণ মানব বন্ধন ও মিছিল করার পক্ষে যুক্তি সম্মত আরও বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান মহোদয়ের সম্মানিত উপদেষ্টা মিসেস সাহিদুর রহমান,জাতীয় যুব সংহতি, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আসিফ শাহরিয়ার, সদস্য সচিব আহাদ চৌধুরী, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, মো: হেলাল উদ্দীন,পল্লীবন্ধু কেন্দ্রীয় কমিটি, র সভাপতি ও জাপা চেয়ারম্যান মহোদয়ের রাজনৈতিক উপদেষ্টা ড. মো: নূরুল আযহার,জাতীয় মৎস্যজীবির পার্টি,র আহ্বায়ক আজহারুল ইসলাম ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অনেক নতৃবৃন্দ।