Header Image

ময়মনসিংহে পৌর কাউন্সিলরগণের জন্য প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন।

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহের বিভিন্ন পৌর এলাকায় নাগরিক সেবার মানোন্নয়েনের মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতামোলক পৌর পরিষদ কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাউন্সিলরগণের জন্য “পৌরসভা প্রশাসন অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুন) জেলার ৯টি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদেরকে জনসেবা প্রদানে দক্ষতার অর্জন করে তুলতে ৬ দিনব্যাপি এই কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

এসময় তিনি তার বক্তব্যে-প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য সম্মানিক অতিথিবৃন্দ ও সভাপতি পৌর প্রশাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেন এবং দিক নির্দেশনামূলক কথাবার্তা উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, এনআইএলজি, ঢাকা এর মহাপরিচালক
সালেহ আহমদ মোজাফফর প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, ময়মনসিংহের উপপরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ সকল অতিরিক্ত জেলা প্রশাসকগণ, এনআইএলজি অনুষদবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং নবনির্বাচিত মেয়রগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!