Header Image

ময়মনসিংহে কাস্টম এর অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

স্টাফ রিপোর্টারঃ

 

সোমবার বিকালে ময়মনসিংহের গৌরীপুর বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা কাস্টম ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল ব্যান্ডরোলযুক্ত মিলন বিড়ি ও স্টার বিড়ি আটক করা হয়। তখন নকল বিড়ির ডিলার পালিয়ে যায়।

এ সময় ১৩ শলাকা মিলন বিড়ি ও ২১ হাজার শলাকা স্টার বিড়ি উদ্ধার করে, যাতে প্রায় ৮০০০০ হাজার টাকা ট্যাক্স ফাকি দেয়া হয়। আটককৃত বিড়ি কাস্টম অফিসে নিয়ে আসা হয়।

কাস্টমস ইন্সপেক্টর ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সার্কেলে ৩ এর কাস্টমস কর্মকর্তা নূর মোহাম্মদ সহ অন্যান্যরা।

 

এ সময় কাস্টমস ইন্সপেক্টর ওমর ফারুক দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান। সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এ সময় দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান।

 

সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ।

 

কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!