Header Image

ময়মনসিংহে বঙ্গবন্ধুর নামে সোনারতরী ভাসালেন আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল

 

মো: আরিফ রববানী।।

 

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের উদ্যোগে ব্রম্মপুত্র নদে বঙ্গবন্ধু সোনরতরী ভাসমান হয়েছে।

সোমবার (৩০ আগষ্ট) বিকাল ৫টায় নদে নৌকা ভ্রমন করে শোকের মাসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু সোনরতরী নামক এই তরী
উদ্ভোধন করা হয়েছে। বঙ্গবন্ধু সোনার তরী উদ্ভোধন কালে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাগত বক্তব্যে জাতির জনকের আদর্শ বাস্তবায়নে কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন, জেলা যুবলীগের সদস্য কাজী মিল্টন, আনোয়ার জাহান শরীফ, মানিকুজ্জামান মানিক, গোলাম মেহেদী হাসান, জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক শেখ আমানুল ইসলাম জলিল, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন তাজ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, জেলা যুব মহিলালীগের নেত্রী মাহমুদা হোসেন মলি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে ৩০ আগষ্ট বিকাল ৩টায় ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়ন থেকে ব্রম্মপুত্র সোনার তরী নৌকাটি নদের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে নগরীর সাহেব পার্ক প্রাঙ্গনে এসে ভীরে। পরে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ নৌকা ভ্রমন করে ব্রম্মপুত্র সোনার তরী উদ্ভোধন করেন। আগামী ২ সেপ্টেম্বর সদর উপজেলার অষ্টাধর ইউনিয়নে নৌকা বাইচে এ নৌকাটি অংশ গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!