Header Image

চাঁদপুর সদর উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে বিজয়

 

মোঃ ফাহাদ শেখ, চাঁদপুর সদর প্রতিনিধি:

 

চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীর জয় হয়েছে। দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের সাথে চাঁদপুরেও একযোগে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে শুরু বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহন চলে। তবে অন্যান্য নির্বাচনে ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌছলেও এবার তা নির্বাচনের দিন ভোরে প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে।

১নং বিষ্ণুপুর ইউনিয়‌নে নাছির উদ্দিন খান (নৌকা) পেয়েছে ১১ হাজার ৬৫২ ভোট পে‌য়ে দ্বিতীয়বা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

২নং আ‌শিকা‌টি ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে মোঃ বিল্লাল হো‌সেন (নৌকা) প্রতী‌কে ৬ হাজার ৯৭৮ ভোট পে‌য়ে দ্বিতীয়বা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

৩নং তরপুরচন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু (নৌকা) পেয়েছে ৫ হাজার ৬৬৩ ভোট পে‌য়ে চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৬নং মৈশাদী‌ ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে মোঃ নুরুল ইসলাম (নৌকা) প্রতী‌কে ৭ হাজার ৫৯ ভোট ভোট পে‌য়ে চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়েছেন।

৮নং বাগাদী ইউ‌নিয়‌নে বেলা‌য়েত হোসেন গাজী বিল্লাল নৌকা প্রতী‌কে ৮ হাজার ৯৪৪ ভোট পে‌য়ে চতুর্থবা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়েছেন।

৯নং বালিয়া ইউনিয়নের মো আওয়ামী লীগের রফিকুল্লাহ পাটওয়ারী (নৌকা) ৭ হাজার ৭১৪ ভোট চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়েছেন।
১২নং চান্দ্রা ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে খান জাহান আল‌ী কালু পাটওয়ারী (নৌকা) প্রতী‌কে ৯ হাজার ৮৩৯ ভোট পে‌য়ে তৃতীয়বা‌রে ম‌তো চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!