Header Image

চোখে দৃষ্টি নেই তবুও বুঝতে পারি ত্রিশাল আ’লীগ ভালো নেই- বললেন আবু সোহরাব

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ এর বর্তমান অবস্থা ভালো নেই আবেগাপ্লুত কন্ঠে কথা গুলো বলছিলেন হরিরামপুর ইউনিয়নের আবু সোহরাব।

এ নেতা ১৯৮১ সালে জালাল /জাহাঙ্গীর গ্রুপের ত্রিশাল থানা ছাত্রলীগের তোখুর ছাত্রলীগ নেতা, ত্রিশাল সরকারি নজরুল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ প্যানেল থেকে এজিএস পদে নির্বাচনে প্রতিদ্বন্দী, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ বারের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক থানা আওয়ামীলীগের সদস্য ছিলেন, সাবেক ত্রিশাল ইউসিসির ভাইস-চেয়ারম্যান ও হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

হরিরামপুর ইউনিয়নের গোলাভিটা মোড় এর এক চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দৃষ্টি হারা এই ব্যক্তির সাথে কথা বললে তিনি তার পরিচিতি তুলে ধরে এসব কথা বলেন। তিনি আরো বলেন ১৯৮১ সালে দলের ক্লান্তিকালে রাজপথে থেকেছি, জীবন বাঁজী রেখে দলের নেতৃত্ব দিয়েছি, মামলা হয়রানীর শিকার হয়েছি, আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় সেনা সদস্যদের হাতে ১৯৯৫ সালে গ্রেফতার হয়ে কারাবাস করেছি তখন ত্রিশালের আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠন ছিল।

সেই রাজনৈতিক ফসল আজকের এই সু-দিন। এই সুদিনে ত্যাগী নেতারা আজ অনেক দ‚রে। দ‚ষ্কৃতি লোকের হাতে আমার দু-চোখের আলো হারিয়েছি কিন্তু আজো বঙ্গবন্ধুর আদর্শের আলো বুক থেকে এখনো হারায়নি। আমার নিজের অবস্থান থেকে যখন অনুভব করি দল আজ ক্ষমতায় আমার মত লোকের খবর কেউ রাখে না তাহলে ত্রিশালে আমার মত বহু ত্যাগী নেতারা রয়েছে, তাদের অবস্থা আমার চেয়ে ভালো থাকার কথা নয়।

পরে ত্রিশাল আওয়ামীলীগ আগামীদিনের কমিটি নিয়ে কথা বললে তিনি বলেন, আমি কারো গ্রুপ করি না তাই বলছি দোষক্রুটি কেউ এড়িয়ে যেতে পারে না দলের সর্বোচ্চ মহলে সবার রেকর্ড রয়েছে। আমার দাবী দলের প্রয়োজনে ত্যাগী নেতারা ও তাদের পরিবার যেন সবাই কমিটিতে স্থান পায় এবং আওয়ামীলীগ করার সুযোগ পায়। দল স‚-সংগঠিত হলে ম‚লধারার নেতারা দলের দায়িত্ব পাবে। আমার মত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে খোঁজ খবর রাখবেন। সর্বশেষ ত্রিশাল আওয়ামীলীগ নিয়ে জননেত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!