Header Image

তারাকান্দায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভগীদের মাঝে ঈদ উপহার তুলে দিলেন ইউএনও

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

তারাকান্দায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া হতদরিদ্র পরিবারের সদস্যরা এবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদের উপহার।

রবিবার (১লা মে) তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত আশ্রয়ণ প্রকল্পের পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত বেশ কয়েকটি আশ্রয়ণে পৌঁছে দেওয়া প্রতিটি প্যাকেট ঈদ সামগ্রীতে রয়েছে চিনি, চাল, সেমাই, তেল, লবণ,দুধ, সাবান ও পোলাওর চাল।

আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া ভূমিহীন পরিবারের সদস্যরা বলেন, “রোজা আছিলাম। কোরআন শরীফ পড়ছি। চাইয়া দেখলাম ইউএনও স্যার। ঘর পাইয়া মন ভরছে; ঈদে চিনি, চাউল, সেমাই পাইয়া খুশি। মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়া গেল, এগল্যা দিব চিন্তা করিনাই।”

একই আশ্রয়ণের ঘর প্রাপ্ত আরেকজন বলেন, “ঘর পেয়েছি বিনা ট্যাকায়; আবার ঈদের আগে সেমাই তেল দিল ইউএনও স্যার। খুব খুশি লাগতাছে । ঘরে নুতন আচ্ছি (এসেছি)। ঈদের আগে ঘর প্যালাম (পেলাম)। ঈদের চিনি, সেমাইসহ আরও কিছু পামু চিন্তাই করিনি। খোদা উনার ভালো করুক।”

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এ সময় বলেন, ঈদের আগে অনেককে ঘর দেওয়া হয়েছে। এই ঘর পাওয়া মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে।

“এরা ঈদের আগে কিছু পেয়েছে কিনা জানি না; তবে একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি তাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থেকে কিছু দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের ঘর দিয়ে মুখে হাসি ফুটিয়েছেন। এবার ঈদ সামগ্রীও দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!