Header Image

ত্রিশালে দোকানপাট বন্ধে ইউএনও’র অভিযানে ৯মামলায় ২৯০০০ টাকা জরিমানা আদায়

 

ষ্টাফ রিপোর্টারঃ

বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা মোতাবেক ৮টার পর দোকানপাট, শপিংমল, কাঁচা-বাজার, আলোকসজ্জা-
সব বন্ধ রাখতে ময়মনসিংহের ত্রিশালে দোকানপাট ও বিভিন্ন শপিং মলে মোবাইল কোর্ট এর অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান।

শুক্রবার ২৬ শে আগষ্ট রাত ১০-১১ঃ৩০ মিঃ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আক্তারুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারী নির্দেশনা অমান্য করায় মোট ৯ টি মামলায় মোট ২৯০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং একই সাথে সংশ্লিষ্ট সকলকে বিদ্যুৎ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আবার ও অনুরোধ করা হল।

রাত ৮ঃ০০ টার মধ্যে দোকানপাঠ বন্ধের নির্দেশনা যারা অমান্য করলে জনস্বার্থে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান ইউএনও আক্তারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!