Header Image

ধোবাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবসে সুইডেনের রাষ্ট্রদূতের আগমন

 

বার্নার্ড সরকার:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে।

ধোবাউড়া উপজেলায় (Twa)হলরুমে সারা সংস্থার উদ্যোগে ‘আরওয়ার টাইম ইজ নাউ- আরওয়ার রাইটস,আওয়ার ফিউচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ডিসকাশন অন ন্যাশনাল গার্ল চাইল্ড ডে-৩০/০৯/২০২২খ্রিঃ অনুষ্ঠিত।

অনুষ্ঠানে তুষার দারিং(ময়মনসিংহ সারা সংস্থার নির্বাহী পরিচালক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্গ বন লিন্ডে। প্রথমে ফুলেল শুভেচ্ছা ও পরে আদিবাসী কন‍্যাদের নৃত‍্যের তালে তালে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন।

” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলক কান্তি চক্রবর্তী(অতিরিক্ত জেলা প্রশাসক ময়মনসিংহ)।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন,কান্ট্রি ডিরেক্টর খোদেজা সুলতানা লুপা,সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা জান্নাত,তদন্ত অফিসার জালাল উদ্দিন(Twa)চেয়ারম্যান মিঃ এডুয়ার্ড নাপাক,

আলোচনা শেষে প্রধান অতিথি মেয়েদের সাইকেল র‌্যালিং ও ধাইরপাড়া স্কুল মাঠে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মেয়েদের ২০ মিনিটের ফুটবল খেলায় উপস্থিতিতে খেলায় অংশগ্রহন করেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্গ বন লিন্ডে। তিনি মেয়েদের উদ্দেশ্য বলেন আজ কলসিন্দুরের মেয়েরা সারা দেশে আলোচিত।

তাই তাদের মতো তোমরাও অন্য কিছু করে তাদের মতো দেশ ও জাতির সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!