Header Image

ময়মনসিংহ ভালুকায় ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত ১

 

লুৎফুন্নাহার রুমা :

ময়মনসিংহ ভালুকায় টঙ্গীর ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে নাইম আকন্দ (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও অন্তত ২০ জন।

নিহত নাঈম গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে। সে ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে, ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে ফিরছিলেন। রাত ১১টার পর ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যান দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা অন্তত ২০ জন আহত হন ও নাইম আকন্দ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

ওসি আতাউর রহমান বলেন, গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!