Header Image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের

 

লুৎফুন্নাহার রুমা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের হয়েছেন।

ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অ্যধাপক মো. আবু তাহের। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদায়নের খবর জানা যায়।

জানা গেছে, অ্যধাপক মো. আবু তাহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৩ খ্রিষ্টাব্দে ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তার প্রথম যোগদানকৃত কর্মস্থল ছিলো ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ।

এরপর তিনি একে একে নেত্রকোণা সরকারি কলেজ, আনন্দ মোহন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের মতো দেশের বড় বড় সরকারি কলেজে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার নিজ উপজেলা কেন্দুয়া, জেলা নেত্রকোণা।

চলতি বছরের ৮ জানুয়ারি শিক্ষা বোর্ডটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে কর্মরত চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল চাকরি থেকে অবসরে যাওয়ায় বোর্ডটির সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!