ঘোড়াঘাটে বহুল আলোচিত নৈশ্য প্রহরী হত্যা কান্ডে পার্কের মালিকসহ ৩ জন গ্রেফতার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া মোজাম বিনোদন পার্কের নৈশ্য প্রহরী সবুজ ইসলাম (২৫) কে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা কান্ডের ঘটনায় পার্কের মালিকসহ ৩ জন কে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতার হলেন, মোজাম বিনোদন পার্কের মালিক মোঃ মোজামেল হক মোজাম (৬৮), তার জামাই রাজু মিয়া (২৭), ও পার্কের ম্যানেজার মোঃ শাহিনুর (৩২)।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মমিনুল ইসলাম জানান, ঘটনার দিন বুধবার বিকেল সাড়ে ৩টায় নৈশ্য প্রহরী সবুজ ইসলামের বড় বোন সেলিনা খাতুন পার্ক মালিক সহ ৪ জনের নাম উলেখ করে ও অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
তিনি আরও জানান, বুধবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।