এজাহার, সুরতহাল, মেডিকেল ও চার্জশীটে অমিল; ফুলপুর থানা পুলিশের তদন্তে আদালত বিভ্রান্ত
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ফুলপুরে এক চাঞ্চল্যকর হত্যা মামলায় ফুলপুর থানা পুলিশের 'উদ্দেশ্যপ্রণোদিত সংযোজন ও বিকৃত তদন্ত' প্রক্রিয়ায় আদালতকে বিভ্রান্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। মামলার এজাহার থেকে শুরু করে সুরতহাল, মেডিকেল রিপোর্ট ও চূড়ান্ত চার্জশীট—এই চারটি মূল নথিতে স্পষ্ট অসামঞ্জস্য ও বৈপরীত্য দেখা গেলেও সেই নথির ভিত্তিতেই আসামি জাকারিয়া ফকিরের পরিবারকে মানবেতর জীবনযাপনে ঠেলে দেওয়া হচ্ছে।
অভিযোগ উঠেছে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ এবং পরবর্তীতে ঘুষের দাবিতে ব্যর্থতা থেকে তদন্ত কর্মকর্তা এমন একটি আইনি জটিলতা তৈরি করেছেন যেখানে ১১ সদস্যের একটি পরিবার চরম দুর্দশার শিকার।
ফুলপুর থানার মামলা নং–১০, তারিখ ১৭/০৫/২০২৪ ইং-এর নথিগুলো বিশ্লেষণ করে দেখা যায় প্রতিটি ধাপে তথ্যের পরিবর্তন ঘটানো হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে হাতে থাকা লাঠি দিয়ে ডান পায়ের নিচে আঘাত, পরে গলা চেপে ধরা








